• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিসিবি নির্বাচনে আরও বেশি প্রার্থী চান পাপন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:৪৫ পিএম
বিসিবি নির্বাচনে আরও বেশি প্রার্থী চান পাপন 

আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। এবার তৃতীয় বারের মতো সভাপতি হয়েছেন তিনি, এর আগে দুইবার নির্বাচিত হয়েছিলেন 🔯বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ভোটাররা আস্থার প্রতিফলন ঘটিয়েছে আর নির্বাচ♛নে আরও বেশী অংশগ্রহণই চাওয়া পাপনের। নির্বাচনে জয়ী হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। 

সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। ভোট গণ🐬না শেষে মিরপুরে বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমে পাপন জানান নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয়েছে।

পাপন বলেন, ‘নির্বাচন কাকে বলে...….আসলে আমি ক্রিকেট বোর্✱ডে এর আগে দেখি নাই। গত দুইবার নির্বাচন 🥀হয়নি, আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ছিল। এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল। মানুষ ভোট দিয়েছে এটাই হল বড় কথা।’

তবে সভাপতির চাওয়া আরও বেশী প্রার্থী। বলেন, ‘আরও খুশি হতাম যদি আরও অনেক অংশগ্রহণ থাকতো। আরও অনেক ভালো ভালো ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত লোক আছে। যাদেরকে ཧআমি ব্যাক্তিগত ভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারত। এরকম অনেকেই আসে নাই আসতে পারত কিন্তু আসে নাই। এটা আমার মনে হয়। হতে পারে এটা প্রথম নির্বাচন বলে তারা একটু সন্দিহান ছিল। কিন্তু সামনের নির্বাচনে তারা সকলেই অংশগ্রহণ করবে, আরও বেশি বেশি অংশগ্রহণ করবে এটাই আমি চাই।&rsq꧑uo;

পাপনের প্রতি আস্থা রাখার জন্꧑য ভোটারদের নিয়ে সভাপতি বলেন, ‘এটা অত্যন্ত ভালো অভিজ্ঞতা। কারণ, সত্যি কথা বলতে যে পরিমাণ ভোট ছিল। কিছু আন্দাজ করা যায়, ৩০ ভাগ আন্দাজ করা যায় যে কে কোথায় দিবে বাকি ৭০ ভাগ ভোটারের ওপর। এবারের ভোটে একটা জিনিস মনে হয়েছে যে ৯৯ ভাগ ভোটারের আস্থা আছে, যারা পাশ করেছে তাদের উপর। এর চেয়ে বড় কথা পুরাতন ♔যারা তারা সকলেই পাশ করেছে।’

পাপন আরও বলেন, ‘আগে যে বোর্ড ছিল সেখানে কাউকে নিয়ে কাজ করতে আমার সমস্যা হয় নাই। এবারও যারা আসবে ত🦩াদের নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কোন কারণ নেই। প্যানেল না দেয়ার কারণটাই হল এটা। প্যানেল যদি থাকতো তাহলে বাইরে থেকে কেউ আসলে বলতাম যে তার সঙ্গে সমস্যা হবে কিনা। এখন তো সেটা না, যে জিতবে সেটাই প্যানেল।’

Link copied!